Site icon Amra Moulvibazari

মেজর সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামী আবারো ৪ দিনের রিমান্ডে

মেজর সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামী আবারো ৪ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামী বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিত সহ সাত পুলিশ সদস্যের ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্র্যাট তামান্না ফারহা তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। র‍্যাবের তদন্ত কর্মকর্তা আসামীদের আবারো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এ সময় ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। তবে অভিযোগ মিথ্যা বলে জানান তদন্ত কর্মকর্তা।

এর আগে প্রথম দফায় প্রধান ৩ আসামী সাত দিনের রিমান্ড শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। পরে তাদের তোলা হয় আদালতে।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জনের রিমান্ড শেষে রাখা হয়েছে কারাগারে। এছাড়া এপিবিএনের তিন সদস্যের রিমান্ড চলছে।


আরো পড়ুনঃ

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version