Site icon Amra Moulvibazari

সিলেটে অবৈধভাবে পাহাড় কাটাতে সিটি কর্পোরেশনের গাড়ি ও সরঞ্জাম ব্যবহার

সিলেটে অবৈধভাবে পাহাড় কাটাতে সিটি কর্পোরেশনের গাড়ি ও সরঞ্জাম ব্যবহার

সিলেটে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহার হলো সিটি কর্পোরেশনের গাড়ি ও সরঞ্জাম। এই অভিযোগ উঠেছে খোদ সিটি কর্পোরেশনের এক কাউন্সিলের বিরুদ্ধে। নগরীর গোয়াবাড়ি এলাকার এই কর্মকান্ড এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।সিটি মেয়রের দাবি, এই নির্দেশনা তার নয়।

সিলেটের গোয়াবাড়ি থেকে করের পাড়া পর্যন্ত নতুন মাটি ফেলে ওয়াকওয়ে নির্মান করে শহরের দৃষ্টিনন্দন করার কাজ শুরু হয় সম্প্রতি । এই কাজে বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করার কথা থাকলেও অভিযোগ উঠেছে এজন্য গোয়াবাড়ির একটি টিলা কাটা হয়েছে । সিটি কর্পোরেশনের গাড়ি ও খনন সরঞ্জাম ব্যবহার করে মাটি কাটার এই অভিযোগ স্থানীয় কাউন্সিলর ইলিয়াসুর রহমানের বিরুদ্ধে ।

 

পরিবেশের ভারসাম্য রক্ষায় টিলা কাটায় নিষেধাজ্ঞা থাকলেও বেশ কিছুদিন ধরে এই কাজ চলছে বলে দাবি স্থানীয়দের।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর ইলিয়াসুর রহমান।সিটি মেয়রের দাবি, টিলা কেটে মাটি কাটার নির্দেশনা দেন নি ।

 

আগামী বুধবার গণশুনানির পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ।
পরিবেশ অধিদপ্তরের হিসেবে, দেড় দশকে সিলেটের অর্ধশতাধিক টিলা নিশিহৃ হয়ে গেছে । জেলার ৪১২টি পাহাড়-টিলার মধ্যে টিকে আছে মাত্র সাড়ে তিনশটি।

Exit mobile version