সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় শুরু হলো গাছ থেকে আম সংগ্রহ। শুক্রবার সকাল ১০টায় সদরের কুকরালী আমজাদ মোড়লের বাগান থেকে আম ভাঙা উদ্বোধন করে প্রশাসন ও কৃষি বিভাগ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, কৃষি কর্মকর্তা মনির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, প্রশাসন ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী আজ গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হলো। এখন থেকে বিষমুক্ত নিরাপদ পরিপক্ব আম বাজার থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া আমে রাসায়নিক দিলে প্রশাসনের যে অভিযান সেটি অব্যাহত থাকবে।
ইউএইচ/