Site icon Amra Moulvibazari

কুমিল্লায় ড্রেজারের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লায় ড্রেজারের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু


কুমিল্লা ব্যুরো:

সখের বসে বাবার সঙ্গে ধানকাটা দেখতে এসে আর ঘরে ফেরা হয়নি অবুঝ দুই ভাইয়ের। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামের মো. শাখাওয়াত হোসেনের দুই ছেলে সোহান ও রোহান ক্ষেতের মধ্যে ড্রেজার দিয়ে মাটি কাটার গর্তে পড়ে মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাখাওয়াত হোসেন ধান কাটতে যাওয়ার সময় দুই ছেলেও বাবার সঙ্গে ধানক্ষেতে যায়। পরে বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপ বাড়ায় সন্তানদের কষ্ট হবে ভেবে বাবা সাখাওয়াত সন্তানদের বাড়িতে পাঠিয়ে নিজে কাজে মনোযোগী হন। পরে বিকাল পর্যন্ত দুই সন্তান বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এছাড়া এলাকার আশেপাশে মাইকিংও করা হয়। পরে ইফতারের পূর্বে এক নারী মাটি কাটা গর্তে এক শিশুর মৃতদেহ ভেসে থাকতে দেখে চিৎকার দিলে পরে স্থানীয়রা এসে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, পানিতে পরে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের দাফনও শেষ। তবে গর্তটি মাটি কাটার কিনা তা জানা নেই।

ইউএইচ/



Exit mobile version