Site icon Amra Moulvibazari

নেত্রকোণার শ্যামগঞ্জ বাজারের আগুন নিয়ন্ত্ৰণে

নেত্রকোণার শ্যামগঞ্জ বাজারের আগুন নিয়ন্ত্ৰণে


স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোনা:

নেত্রকোণার শ্যামগঞ্জ বাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্ৰণ আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাজারের স্বর্ণকার পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে আগুন ছড়াতে থাকলে একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পুড়ে যায় অন্তত শতাধিক দোকান। খবর পেয়ে নেত্রকোণা, পূর্বধলা, গৌরীপুর ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সেখানে যোগ দেয়। তাদের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, রাতেই আগুন নিয়ন্ত্ৰণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

এএআর/



Exit mobile version