Site icon Amra Moulvibazari

সার্বিয়ায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

সার্বিয়ায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৮


স্কুল হামলার মাত্র একদিনের ব্যবধাণে ভয়াবহ ম্যাস শুটিং দেখলো বলকান দেশ- সার্বিয়া। বৃহস্পতিবার রাতে, এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেছে ৮ পথচারীর; আরও ১৩ জন গুরুতর আহত। খবর রয়টার্সের।

চিকিৎসকদের আশঙ্কা, বাড়তে পারে প্রাণহানি। কারণ গুলিবিদ্ধ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। অ্যাম্বুলেন্স আর হেলিকপ্টারের মাধ্যমে তাদের সরানো হয় হাসপাতালে।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুসারে, রাজধানী বেলগ্রেডের দক্ষিণাঞ্চলীয় শহর লাদিনোভাকে চালানো হয় হামলা। চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে গুলি ছোড়ে আততায়ী। ২১ বছর বয়সী হামলাকারীর সন্ধানে চলছে পুলিশের তল্লাশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে।

গেল বুধবার সকালেই ১৪ বছরের এক কিশোরের ছোড়া গুলিতে সহপাঠীসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়। রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে হয় নাটকীয় এই হামলা।

এটিএম/



Exit mobile version