Site icon Amra Moulvibazari

খিলগাঁও ফ্লাইওভারে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

খিলগাঁও ফ্লাইওভারে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজে তেলের লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন এনতারুজ্জামান (৪৩) ও বিধান বিশ্বাস (৪২)।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটায় তাদেরকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে ফ্লাইওভারের উপরে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই লরিটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিহতদের ব্যাপারে জানা গেছে, এনতারুজ্জামানের বাবার নাম আ. সালাম। তিনি থাকতেন রাজধানীর খিলবাড়িরটেক। আর বিধানের বাবার নাম মৃত অশ্বীনী বিশ্বাস। তার বাড়ি খুলনা ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে।

/এডব্লিউ



Exit mobile version