বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নির্বাচনী অধিবেশনে মো. আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি ও মো. আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সাধারণ সম্পাদক করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের বিএমএ অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এছাড়াও জুলফিকার আলী প্রামাণিককে নির্বাহী সভাপতি ও জুলফিকার আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলে সারাদেশ থেকে দুই সহস্রাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা শিক্ষকদের পেশার প্রতি আরও আগ্রহী হতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরএইচ/জেআইএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।