Site icon Amra Moulvibazari

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তোতা, সম্পাদক ওয়াদুদ ভূঁঞা

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তোতা, সম্পাদক ওয়াদুদ ভূঁঞা


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নির্বাচনী অধিবেশনে মো. আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি ও মো. আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের বিএমএ অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

এছাড়াও জুলফিকার আলী প্রামাণিককে নির্বাহী সভাপতি ও জুলফিকার আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলে সারাদেশ থেকে দুই সহস্রাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা শিক্ষকদের পেশার প্রতি আরও আগ্রহী হতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version