Site icon Amra Moulvibazari

ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের ৬ সদস্য নিহত

ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের ৬ সদস্য নিহত

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার এক বছর পুর্তিতে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে জম্মু কাশ্মীর। বেড়ে যায় নিরাপত্তা বাহিনীর উপর অস্ত্রধারীদের চোড়াগুপ্তা হামলা। এতে কাশ্মীর জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে কাশ্মীর পুলিশ দাবি করে গেলো কয়েকদিনের অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী গুলোর ছয় সদস্য নিহত হয়েছে। তারা পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তাইয়েবার শীর্ষ কমান্ডার ছিলেন। সন্ত্রাসীদের হত্যার পাশাপাশি উদ্ধার করা হয় বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি।

এদিকে পাঞ্জাব প্রদেশের পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বিএসএফের দাবি শনিবার ভোরে পাঞ্জাব প্রদেশের তরণতলা সীমান্ত দিয়ে ভারতীয় ভুখন্ড দিয়ে ঢোকার চেষ্ঠা করে কয়েকজন অনুপ্রবেশকারী। এ সময় টহলরত সীমান্তরক্ষীরা তাদের বাধা দিলে গুলি চালায় অনুপ্রবেশকারীরা। আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় বিএসএফ। পরে সেখান থেকে কয়েকটি একে-৪৭ অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

এছাড়া হামলার অভিযোগে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সন্দেহভাজন একজনকে আটক করেছে দিল্লি পুলিশ। নিরাপত্তা বাহিনীর দাবি আটক ওই সন্দেহভাজন অনেকদিন ধরেই দিল্লির গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরণের হামলার পরিকল্পনা করে আসছিল। আবু ইউসুফ নামের ওই ব্যক্তির কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।


আরো পড়ুনঃ ২ হাজার কোটি টাকা পাচার মামলায় ছাত্রলীগ নেতা নিশান তিন দিনের রিমান্ডে

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version