Site icon Amra Moulvibazari

মুরগির বাচ্চা বেশি দামে বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা

মুরগির বাচ্চা বেশি দামে বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে খামারি পর্যায়ে বিক্রির জন্য ৫৮ টাকা দরের একদিনের মুরগি বাচ্চা ৯০ টাকা দরে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মার্চ) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কালীগঞ্জের সেতু পোল্ট্রি ফিডের মালিককে ৫ হাজার টাকা এবং আক্তার পোল্ট্রির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রেজাউল করিম জানান, বেশ কয়েকদিন ধরে মুরগির খামারিরা অভিযোগ করছে ব্যবসায়ীরা ৫৮ টাকা দরের মুরগির বাচ্চা ৯০ টাকা দরে তাদের কাছে বিক্রি করছে। যার কারণে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় একদিনের মুরগির বাচ্চা প্যাকেটে দাম লেখা আছে খামারি পর্যায়ে সর্বোচ্চ মূল্য ৫৮ টাকা কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করছেন ৯০ টাকা পিস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪০ মোতাবকে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেন।

ইউএইচ/



Exit mobile version