Site icon Amra Moulvibazari

নিজেদের ড্রোন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ভূপাতিত করলো ইউক্রেন

নিজেদের ড্রোন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ভূপাতিত করলো ইউক্রেন


নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে নিজেদের ড্রোন রকেটই ভূপাতিত করলো ইউক্রেনীয় সেনারা। বৃহস্পতিবার (৪ মে) কিয়েভে ঘটে এ ড্রোন ধ্বংসের ঘটনা। খবর রয়টার্সের।

ড্রোন ধ্বংসের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, অনিয়ন্ত্রিতভাবে উড়ছিলো একটি ড্রোন। একপর্যায়ে সেটিকে আকাশ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। সে সময় ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া আর আগুনের কুণ্ডলি।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কিয়েভে রুশ বাহিনীর সাথে পরিকল্পিত হামলা চলাকালে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বায়রাক্তার টিভি-টু ড্রোনটি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি এড়াতে একপর্যায়ে ড্রোন রকেটটি ভূপাতিত করা হয়।

এটিএম/



Exit mobile version