Site icon Amra Moulvibazari

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


লক্ষ্মীপুরের প্রতিনিধি:

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর মো. জিহাদ হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলা শাকচর ইউনিয়নের কাচারি বাড়ি এলাকার বাউন্ডারি দেয়া একটি জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। জিহাদ একই এলাকার রিকশা চালক জিয়া উদ্দিনের ছেলে। এর আগে বৃহস্পতিবার বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় জিহাদ।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে শিশু জিহাদ বাড়ির বাইরে খেলতে যায়। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বাউন্ডারি দেয়া একটি জায়গায় জিহাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএইচ/



Exit mobile version