লাগান ছবির সেটে প্রথম আলাপ হয় আমির খান ও তার প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের। এরপর বিয়ে। প্রায় ১৫ বছর এক সঙ্গে থাকার পর হঠাৎ বিচ্ছেদের ঘোষণা দেন ২০২১-এর জুলাই মাসে। কিন্তু তাতে কী? এখনও বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে বলে দাবি মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই বলি তারকার। খবর আনন্দবাজার পত্রিকার।
বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব ভাগ করে নিয়েছেন তারা। এছাড়া আগের পক্ষের ছেলে-মেয়েদের সাথেও নিয়মিত দেখা করেন তিনি। আমির জানান, যতই ব্যস্ততা থাকুক, সপ্তাহে অন্তত একবার দেখা করেন সবার সাথে। আজও তারা পরিবারে মতো।
করন জোহরের জনপ্রিয় শো কফি উইথ করনের একটি এপিসোডে এসে আমির বলেছিলেন, সপ্তাহে অন্তত একবার আমরা এখনও একত্রিত হই। আমাদের মাঝে আগের মতোই ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে।
আমির খানের এক মেয়ে ইরা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন। অভিনয় জগতে পা রাখার ইচ্ছে এখনই তার নেই। অন্যদিকে আমিরকে ছবি বানানোতে সাহায্য করেন ছেলে জুনেইদ।
এটিএম/