Site icon Amra Moulvibazari

বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে আবারও ফেরত চাইলো বাংলাদেশ

বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে আবারও ফেরত চাইলো বাংলাদেশ


বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে কানাডার কাছ থেকে আবারও ফেরত চাইলো বাংলাদেশ। আইনি বিষয় হওয়ায় দেশটির সরকারের খুব বেশি কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অথিতি ভবন পদ্মায় কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিত এস সাজ্জানের সাথে এক প্রেস মিটে এ কথা জানান তিনি। বৈঠকে কানাডার উন্নয়নমন্ত্রী নূর চৌধুরীর বিষয়ে বলেন, কানাডার বিচার বিভাগ স্বাধীন। তাই তার বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। এতে রাজনীতিবিদদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

এছাড়া, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন হারজিত এস সাজ্জান।

প্রেস মিটে আগামী সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ড. এ কে আব্দুল মোমেন।

/এমএন



Exit mobile version