Site icon Amra Moulvibazari

এবার মিনাকে বিয়ে করছেন ধানুশ?

এবার মিনাকে বিয়ে করছেন ধানুশ?


দীর্ঘ ১৮ বছরের বিবাহিত জীবন। বিচ্ছেদের পর এবার আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণ ভারতের নায়ক ধানুশ। শোনা যাচ্ছে এবারের পাত্রী অভিনেত্রী মিনা। চলতি বছরের জুলাইতে তারা সাতপাকে বাধা পড়বেন।

ইন্ডিয়া গ্লিটজের এক প্রতিবেদন থেকে জানা যায়, মিনা এর আগেও বিয়ে করেছিলেন। কিন্তু ২০২২ সালে কোভিডে তার স্বামী মারা যান। ধানুশ এবং মীনা একজন ডিভোর্সি, অপরজন বিধবা। ফলে আইন অনুসারে, বিয়েতে কোনো বাধা নেই। তাছাড়া দুজনে একা আছেন।

২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাঁদের ঘরে দুই পুত্রসন্তান জন্মগ্রহণ করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ধানুশ।

এটিএম/



Exit mobile version