Site icon Amra Moulvibazari

আইপিএলের নিয়মে তিন পরিবর্তন

আইপিএলের নিয়মে তিন পরিবর্তন


আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের নিয়মে আসতে যাচ্ছে তিন পরিবর্তন। টসের পর একাদশের নাম ঘোষণার সুযোগ পাবে দল।

সাধারণত টসের সময় একাদশ জানিয়ে দেন দুই দলের দুই অধিনায়ক। তবে এবারের আইপিএলে টসের সময় দুটি আলাদা আলাদা একাদশের তালিকা নিয়ে মাঠে নামতে পারবেন অধিনায়করা। টসের পর তিনি নিজের পছন্দের প্রথম একাদশ জানাতে পারবেন।

এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চারজন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। আর তৃতীয় বদলটি হচ্ছে, ফিল্ডিং করার সময় নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করলে তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে।

এদিকে, যদি বল করার সময় উইকেটরক্ষক নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করেন তাহলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেয়া হবে। সেই বলটিও ডেড বল হিসেবে গণ্য হবে।

ইউএইচ/



Exit mobile version