Site icon Amra Moulvibazari

ভাড়াটিয়া সেজে এরা ডাকাতি করতো; পুলিশের অভিযানে গ্রেফতার ৬

ভাড়াটিয়া সেজে এরা ডাকাতি করতো; পুলিশের অভিযানে গ্রেফতার ৬

ভাড়াটিয়া সেজে ডাকাতির পর আত্মগোপনে চলে যাওয়াই তাদের কৌশল। গাজীপুরের এমন একটি ডাকাত চক্রের ৭ সদস্যকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে সংবাদ সম্মেলন করে পূবাইল মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ১৭ই জুলাই নগরীর কোদাবো এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি ও দুজনকে কুপিয়ে জখম করার ঘটনা তদন্ত করতে গিয়ে সন্ধান মিলে দলটির।

পরে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে সেখান থেকে চক্রটির সদস্য শেখ ফরিদ, সাইফুল, নূরুল আমিন, আপেন, ইয়াহিয়া ও রনিকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা হয় লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও দেশীয় অস্ত্র। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।


আরো পড়ুনঃ কিম জং উনের বোন কিম ইয়ো জং এর নির্দেশে চলছে উত্তর কোরিয়া

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version