Site icon Amra Moulvibazari

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে রাজনীতি থেকে হারিয়ে যাবে: তোফায়েল আহমেদ

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে রাজনীতি থেকে হারিয়ে যাবে: তোফায়েল আহমেদ


ফাইল ছবি।

ভোলা প্রতিনিধি:

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে রাজনীতি থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। বলেন, বিএনপিও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। আর যদি অংশগ্রহণ না করে তাহলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে। কারণ রাজনীতির প্রাণকেন্দ্র নির্বাচন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সদরের ভেদুরিয়া ও ভেলুমিয়া কলেজ মাঠে ঈদ উপলক্ষ্যে গরীব ও দুস্থদের মাঝে যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন, বাংলাদেশে আর কোনদিন তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নেই। প্রশ্নই উঠে না। আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এএআর/



Exit mobile version