Site icon Amra Moulvibazari

শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আশুলিয়ায় গ্রেফতার ১৬

শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আশুলিয়ায় গ্রেফতার ১৬


আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানায় আশুলিয়া থানা পুলিশ।

এর আগে, শনিবার রাতে পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছু দিন ধরে চলা শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত ছিলো। যৌথবাহিনীর চলমান অভিযানে তাদেরকে গ্রেফতারের পর আজ আদালতে পাঠানো হয়।

গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলার কারণে পুলিশ ও যৌথবাহিনী অভিযান চালিয়ে আসছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, এরই ধারাবাহিকতায় গতকাল যৌথবাহিনী ১৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পুলিশ আরও জানায়, তাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। তারা গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করায় জড়িত। পোশাক শ্রমিকদের মারধর করাসহ নানা অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

/এমএইচ



Exit mobile version