Site icon Amra Moulvibazari

সিনেমায় নায়ক হলে ও বাস্তব জীবনে ভিলেন শাকিব খান

সিনেমায় নায়ক হলে ও বাস্তব জীবনে ভিলেন শাকিব খান

চলচ্চিত্রের নায়ক হয়েও বাস্তব জীবনে ভিলেনের খাতায় নাম লিখাচ্ছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। তার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এর আগে ও সিডিউল ফাঁসানোর বারবার খবরের শিরোনামে হয়েছেন তিনি।

শুধু সেলিম খানই নয় চলচ্চিত্রের অনেক প্রযোজক তার জন্য পথে বসেছে বলেও অভিযোগ রয়েছে।

শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ার প্রাপ্তির চেয়েও যেনো অভিযোগ আর সমালোচনার খাতা বেশি দীর্ঘ। বেশ কয়েক বছর ধরে বড় উৎসব মানেই শাকিব খানের সিনেমা।প্রযোজকরা ও মুখিয়ে থাকেন তাকে নিয়ে কাজ করার জন্য।সেই ধারাবাহিকতায় প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া ও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা নির্মান করেছে তারে নিয়ে।

 

যদি ও যেই বাজেট নিয়ে সিনেমা নির্মাণ করার কথা থাকে শাকিবের জন্য তা হয়ে যায় ডাবল।ঠিক সময় শুটিং সেটে না আসায় পরিচালক,প্রযোজক,সহশিল্পীদের পড়তে হয় ভোগান্তিতে।শাপলা মিডিয়ার কর্ণধার জানান, নিজের সিনেমার মুক্তির জন্য শাকিব আটকে দেয় শাপলা মিডিয়ার সিনেমা ।

 

 

শুধু তাই নয় শাপলা মিডিয়ার সেলিম খানকে দেয় হত্যার হুমকি।সিডিউল ফাঁসানোর অভিযোগ শুধু নয়,শাকিবের জন্য পথে ও বসতে হয়েছে অনেক প্রজেযককে।এসব অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে শাকিব খানের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ও ফোন রিসিভ করেন নি তিনি ।

Exit mobile version