Site icon Amra Moulvibazari

বাংলাদেশি পণ্য আমদানিতে আর্জেন্টিনাকে শুল্ক কমানোর দাবি জানিয়েছে এফবিসিসিআই

বাংলাদেশি পণ্য আমদানিতে আর্জেন্টিনাকে শুল্ক কমানোর দাবি জানিয়েছে এফবিসিসিআই


বাংলাদেশি পণ্য আমদানিতে আর্জেন্টিনাকে শুল্ক কমানোর দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একইসাথে দেশটি থেকে তুলা, সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর আশ্বাস দিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন এফসিসিআই সভাপতি জসিম উদ্দিন। আরও বলেন, ফুটবল খেলার কারণে বাংলাদেশ আর্জেন্টিনার কাছাকাছি এসেছে। এটিকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।

জসিম উদ্দিন বলেন, দূতাবাস চালুর মাধ্যমে দেশটির সাথে ঢাকার যোগাযোগ বাড়বে। রফতানি সম্প্রসারণের পাশাপাশি কম দামে পণ্য আমদানিরও বড় উৎস হতে পারে দেশটি। বিশেষ তুলা ও সয়বিন বীজ আমদানির সুযোগ রয়েছে বলেও বলেও মনে করেন তিনি।

/এমএন



Exit mobile version