রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এইচ টি সুজিওয়া নায়নালোকা নামের এক শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানা জানায়, ২০২২ সালের আগস্ট মাস থেকে উত্তরার বাসায় স্ত্রীকে নিয়ে থাকা শুরু করেন ওই শ্রীলঙ্কান নাগরিক। কিছুদিন আগে তার স্ত্রী কানাডায় বেড়াতে যান। সোমবার বেলা ১২টার দিকে তার বন্ধু কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের ভেতরে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি অসুস্থজনিত কারণে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইউএইচ/