Site icon Amra Moulvibazari

বিশ্বকে তাক লাগালো ইরানের নতুন ক্ষেপনাস্ত্র শক্তি!

বিশ্বকে তাক লাগালো ইরানের নতুন ক্ষেপনাস্ত্র শক্তি!

যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে বৃহস্পতিবার নতুন দুটি ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। দেশটির তৈরী ব্যালিস্টিক ও নতুন ক্রুজ ক্ষেপনাস্ত্র দুটি ভুমি থেকে ভুমিতে নিক্ষেপযোগ্য বলে জানা গেছে।

শহীদ কাসেম সোলাইমানি ও শহীদ আবু মাহাদি নামের মাঝারি পাল্লার এই ক্ষেপনাস্ত্র দুটি ১ হাজার ৪০০ কিলমিটার দূরের লক্ষবস্তুকে আঘাত হান্তে সক্ষম।

আগ্রাসন নয় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই ক্ষেপনাস্ত্রের এই উন্নয়ন বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রোহানি।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠির সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে ইরান। চুক্তি অনুযায়ী চলতি বছরের অক্টবরেই ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে।

ওই অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্ঠা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনলেও ব্যর্থ হয় ওয়াশিংটন। ে বিষয়ে আবারো আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেছে ট্রাম্প প্রশাসন।

এদিকে আবু ধাবি – তেল আবিব শান্তি চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এবার সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ নাবিক সহ আটক করেছে ইরান। জলসীমা লঙ্ঘন ও আমিরাতের কোস্টগার্ডের গুলিতে দুই ইরানি জেলে নিহত হবার পর জাহাজ আটক করা হয়েছে বলে দাবি দেশটির।

গতসপ্তাহে ইরানের ঘোরশত্রু ঈসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করে আরব আমিরাত। এ চুক্তি নিয়ে ইরানের কঠোর সমালোচনার জবাবে আমিরাতের কড়া প্রতিক্রিয়ার দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই আমিরাতের জাহাজ আটকের ঘটনা ঘটলো।

তেহরানের ওই পদক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আবু ধাবি।


আরো পড়ুনঃ ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version