Site icon Amra Moulvibazari

তীব্র দাবদাহে হাঁসফাঁস দক্ষিণ-পশ্চিমাঞ্চলে

তীব্র দাবদাহে হাঁসফাঁস দক্ষিণ-পশ্চিমাঞ্চলে


তীব্র তাবদাহ পুড়ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল। হাঁসফাঁস অবস্থা জনজীবনে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আবহাওয়া অফিস বলছে, বিভাগে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। তবে শিগগিরই পরিস্থিতি বদলানোর আশা সংশ্লিষ্টদের।

কয়েকদিন ধরেই খুলনা-চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুড়ছে খরতাপে। জরুরি প্রয়োজন ছাড়া দুপুরের পর ঘর ছাড়তে চাইছে না মানুষ। তবে খেটেখাওয়া মানুষের তো সেটা করবার উপায় নেই। ক্লান্ত শরীরেও কাজ চালিয়ে যেতে হয় তাদের।

এদিকে হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ। বেশিরভাগ রোগীই তীব্র দাবদাহজনিত অসুস্থাতায় আক্রান্ত। এমন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও মেডিনি বিভাগের প্রধান ডা. শেখ মামুন অর রশীদের পরামর্শ, বেশি করে বিশুদ্ধ পানি ও পান করার খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকার।

২৫ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলছেন, এটি গত ১০ বছরের মধ্যে বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা। এজন্য জলবায়ুর বিরূপ প্রভাবই দায়ী বলে মন্তব্য করলেন তিনি।

তবে স্বস্তির খবর, কয়েকদিনের মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

/এডব্লিউ



Exit mobile version