Site icon Amra Moulvibazari

নিয়ন্ত্রণের বাইরে ভারতে করোনা পরিস্থিতি

নিয়ন্ত্রণের বাইরে ভারতে করোনা পরিস্থিতি

করোনায় বিপর্যস্ত ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু । গেল ২৪ ঘন্টায় দেশটিতে ৯ লাখের উপরে পরীক্ষায় ৬৯ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। যা এ পর্যন্ত ভারতের দৈনিক সর্বোচ্চ সংক্রমণ।দেশটিতে সম্প্রতি করোনায় মৃতের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে।তবে সুস্থতার হার স্বস্তিদায়ক।

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই যেন নিয়ন্ত্রণের বাইরে তলে যাচ্ছে। টানা দুসপ্তাহ ধরে দেশটিতে অব্যাহত রয়েছে রেকর্ড সংখ্যক সংক্রমণের ঘটনা। গেল দিনও দেশটিতে ৬৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।যা ভারতে এখন পর্যন্ত দৈনিক সর্বোচ্চ সংক্রমণ।এদিকে,গত ২৪ ঘন্টায় দেশটিতে ৯ লক্ষাধিক কোভিড-১৯ টেষ্ট করা হয়েছে।

 

আর এটি দেশটির করোনাকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা। এরই মধ্যে দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ বেড়েছে পশ্চিমবঙ্গেও।দেশটির অন্যান্য রাজ্যেও বাড়ছে রোগী শনাক্তের হার। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গে টানা দুদিন লকডাউন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা।

 

ভারতে সম্প্রতি কোভিড-১৯ এ মৃত্যুও বেড়েছে।গেলদিনও দেশটিতে প্রায় ১ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।এ পর্যন্ত মোট প্রাণহানি প্রায় ৫৪ হাজার। তবে এশিয়ার এ দেশটিতে আক্রান্ত সংখ্যা উদ্বেগজনক হলেও সুস্থতার হার বেশ সন্তোষজনক। গেল দিন ৬৯ হাজার সংক্রমণের বিপরীতে সেকেন্ড উঠেছেন ৫৯ হাজার রোগী। আর দেশটিতে এ পর্যন্ত মোট ২০ লাখের বেশি মানুষ করোনাকে জয় করেছেন।

Exit mobile version