Site icon Amra Moulvibazari

শেষ ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

শেষ ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার


ছবি : সংগৃহীত

তৃতীয় ও শেষ ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ২৭০ রানের লক্ষ্যে ২৪৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

এরআগে চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ৬৮ রানের উদ্বোধনী জুটি গড়েন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। হেড ৩৩ ও মার্শ ৪৭ রান করে আউট হন। তবে রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক স্টিভেন স্মিথ। সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলে আউট হন অ্যালেক্স ক্যারি। এরপর লাবুশানে, অ্যাবট ও স্টয়নিসদের বিশোর্ধ্ব ইনিংসে এক ওভার বাকি থাকতেই ২৬৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

জবাবে ঝড়ো শুরু পায় ভারত। ১৭ বলে ৩০ রান করে ফেরেন রোহিত শর্মা। ৩৭ রানে আউট হন আরেক ওপেনার শুভমন গিল। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান আসে ভিরাট কোহলির ব্যাট থেকে। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ৪০ রান করলেও পরাজয় এড়াতে পারেনি ভারত। এক ওভার বাকি থাকতেই ২৪৮ রানে থামে দলটির ইনিংস। চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন অ্যাডাম জাম্পা।

এএআর/



Exit mobile version