Site icon Amra Moulvibazari

দিল্লিতে ১২ বছরের মধ্যে সর্বোচ্চ দাবদাহ

দিল্লিতে ১২ বছরের মধ্যে সর্বোচ্চ দাবদাহ


১২ বছরের মধ্যে সর্বোচ্চ দাবদাহ অনুভূত হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। আজ শুক্রবার (২৯ এপ্রিল) দিল্লির তাপমাত্রা ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিবেশী গুরগাঁওয়ে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। জাতীয় আবহাওয়া অফিস আগামী এক সপ্তাহের জন্য দিল্লি, রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ ও ওড়িষা, এই পাঁচটি রাজ্যে দাবদাহের সতর্কতায় য়েলো অ্যালার্ট জারি করেছে। এটি অতিরিক্ত তাপমাত্রার কারণে অগ্নিকাণ্ডের সম্ভাবনার সতর্কতা। এছাড়া বাড়তি বিদ্যুৎ চাহিদার যোগান দিতে দিনে ৪ ঘণ্টা শিল্প-কারখানার কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।

অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা ভারতবাসীর। শিশু, প্রবীন এবং অসুস্থ ব্যক্তিদের প্রতি অতিরিক্ত খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিদরা। প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার অনুরোিও জানিয়েছে ভারতীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

/এডব্লিউ



Exit mobile version