Site icon Amra Moulvibazari

সম্পর্ক পুনরুদ্ধারে তুর্কি প্রেসিডেন্টের সৌদি আরব সফর

সম্পর্ক পুনরুদ্ধারে তুর্কি প্রেসিডেন্টের সৌদি আরব সফর


সম্পর্ক পুনরুদ্ধারে সৌদি আরব সফর করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার এ সফরের মাধ্যমে নতুন যুগের সূচনা হবে, এমনটাই প্রত্যাশা দুই দেশের।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতেই সৌদি বাদশাহ সালমানের সাথে জেদ্দায় সৌজন্য সাক্ষাৎ করেন তুর্কি প্রেসিডেন্ট। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সাথে সেতুবন্ধন জোরদারের ইঙ্গিত দেন তিনি। কয়েক মাসের কূটনৈতিক চেষ্টার পর সফল হলো এ সফর। একই দিন তুর্কি প্রেসিডেন্ট পৃথক বৈঠকে বসেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে। আগামী বছর নির্বাচনের মুখোমুখি হচ্ছেন এরদোগান। বাড়তি মুদ্রাস্ফীতির চাপে থাকা তুরস্ককে এসময় সহায়তা করতে পারে রিয়াদ।

২০১৭ সালে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি রহস্যজনক হত্যাকাণ্ডের পর, দুই দেশের সম্পর্কে বাড়ে তিক্ততা। সাড়া জাগানো মামলাটির নিষ্পত্তি হয়নি এখনও। গত বুধবারই মামলার সাথে সংশ্লিষ্ট ২৬ জনকে অব্যাহতি দেয় তুরস্ক।

/এডব্লিউ



Exit mobile version