Site icon Amra Moulvibazari

জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেই কিয়েভে রুশ মিসাইল হামলা

জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেই কিয়েভে রুশ মিসাইল হামলা


জাতিসংঘ মহাসচিব সফরকালেই ইউক্রেনের রাজধানী কিয়েভে জোরদার হামলা চালালো রুশ সেনাবহর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে আরতেম প্রতিরক্ষা প্ল্যান্টের বেশকিছু ভবনে মিসাইল ছোড়ে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরু হলেই এলাকাটি খালি করা হয়েছিল। তাই হতাহতের সঠিক তথ্য জানা যায়নি। এছাড়া রাজধানীর কেন্দ্রস্থলেও কয়েকটি বাসভবনে ঘটানো হয় বোমার বিস্ফোরণ। আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছেন ফায়ার ব্রিগেড কর্মীরা। ধ্বংসস্তুপের নিচ থেকে বাসিন্দাদের উদ্ধার করছেন তারা। এখনও এসব ভবনে বহু মানুষ আটকা পড়ে রয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ানের একটি প্রতিবেদন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ হামলায় বিস্ময় প্রকাশ করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, রুশ ও ইউক্রেনীয়দের কাছে কিয়েভ খুবই গুরুত্বপূর্ণ নগরী, এখানে কীভাবে হামলা চালানো হতে পারে?

/এডব্লিউ



Exit mobile version