Site icon Amra Moulvibazari

পাবনায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত ২

পাবনায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত ২


আটঘরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত নামের এক যুবক নিহত।

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শনিবার (১৮ জুন) পাবনা-চাটমোহর আঞ্চলিক সড়কের আটঘরিয়া উপজেলার উত্তরচক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে পাবনার চাটমোহর যাচ্ছিল। বাসটি আজ শনিবার দুপুরে পাবনা-চাটমোহর আঞ্চলিক সড়কের আটঘরিয়া উপজেলার উত্তরচক নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শান্ত নিহত হয়। আহত অপর দুইজনকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে।

এনবি/



Exit mobile version