Site icon Amra Moulvibazari

নিমিষেই ছাই চিলির ঐতিহাসিক সান ফ্রান্সিস্কো চার্চ

নিমিষেই ছাই চিলির ঐতিহাসিক সান ফ্রান্সিস্কো চার্চ


দানবীয় আগুনে পুড়ে নিমিষেই ছাই হলো চিলির বন্দরনগরীর ঐতিহাসিক সান ফ্রান্সিস্কো চার্চ। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ইকিইকি অঙ্গরাজ্যে অবস্থিত চার্চটিতে ভয়াবহ আগুন লাগে।

কাঠের তৈরি হওয়ায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো চার্চকে গ্রাস করে ফেলে। আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে শেষ রক্ষা হয়নি চিলির সর্বপ্রথম নির্মিত ক্যাথলিক চার্চটির।

তবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও এখনো অজানা। আগুনের সূত্রপাত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এমএইচ



Exit mobile version