Site icon Amra Moulvibazari

বাংলাদেশের সাথে ভারতের কি আলোচনা হয়েছে তা জানতে চায় বিএনপি

বাংলাদেশের সাথে ভারতের কি আলোচনা হয়েছে তা জানতে চায় বিএনপি

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে জাতিকে সরকার বিভক্ত করতে চাইছে বলে অভিযোগ করেছে বিএনপি।

ষড়যন্ত্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর খুনি মাজেদের কাছ থেকে জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যা জবানবন্দী আদায় করে তা প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় সকালে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এছাড়া আজ বাংলাদেশে সফরে আসা ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা’র সাথে কি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় সরকারের অবস্থান কি ছিল তা জনগণকে জানানোর কথা বলেন তিনি।

Exit mobile version