Site icon Amra Moulvibazari

মেসির যে কথায় এমি মার্টিনেজের কান্না পেয়েছিল

মেসির যে কথায় এমি মার্টিনেজের কান্না পেয়েছিল


ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ কথা বলেছেন কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসির বিখ্যাত বক্তব্য নিয়ে। গোল ডটকমকে দেয়া সাক্ষাৎকারে অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক জানান, ফাইনালের আগে মেসির সেই কথা শুনে কাঁদতে চেয়েছিলেন তিনি।

কাতার বিশ্বকাপ জয়ের পর মনে রাখাই একটু কঠিন হয়ে গেছে যে, কেবল দেড় বছর আগেই আন্তর্জাতিক কোনো শিরোপা ছিল না লিওনেল মেসির ট্রফি ক্যাবিনেটে। ২০২১ সালের কোপা আমেরিকায় আলবিসেলেস্তেরা ছিল গ্রুপ এ’তে। নকআউট পর্বে ইকুয়েডর এবং কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে তারা মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। মারাকানায় ফাইনাল ম্যাচ শুরুর আগে অধিনায়ক হিসেবে স্কোয়াডের উদ্দেশে বক্তব্য দেন লিওনেল মেসি, যা এরই মধ্যে বিখ্যাত হয়ে গিয়েছে।

সেই বক্তব্য সম্পর্কে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, তার সেই কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। সত্যিই মনে হচ্ছিল আমি কাঁদতে চাইছিলাম। কারণ, মেসি আমার মেয়ের কথা বলেছিল। সেই ফাইনালের দিন দশেক আগে জন্ম নেয় আমার মেয়ে। মেসি বলেছিল, আমাদের সাথে থাকতে গিয়ে এখনও নিজের মেয়ের চেহারা দেখেনি এমি। তাই সবার চেষ্টা করতে হবে এমির জন্য হলেও যেন জিততে পারি। মেসির এই কথায় আমি শিহরিত হয়েছি। এভাবে দিনটি শুরু হওয়া ছিল সত্যিই ইতিবাচক।

আরও পড়ুন: ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ‘দুর্বলতা’ খুঁজে পেয়েছেন কোচ সালাহউদ্দিন

/এম ই



Exit mobile version