Site icon Amra Moulvibazari

সেপ্টেম্বরে স্কুল না খুললে পিইসি পরীক্ষা এখন না নেয়ার সিদ্ধান্ত!

সেপ্টেম্বরে স্কুল না খুললে পিইসি পরীক্ষা এখন না নেয়ার সিদ্ধান্ত!

করোনার কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নেয়ার প্রস্তাবনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সিদ্ধান্ত চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেয়া হয়েছে স্কুলে স্কুলে পরীক্ষা নেয়ার প্রস্তাব। তবে পরীক্ষা না হলে এ বছর মেধাবৃত্তিও দেয়া হবে না।

চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে সারাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি। এবছর প্রায় ২৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা।

কিন্তু করোনা মহামারিতে গত ১৭ই মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় কেন্দ্রীয়ভাবে পিইসি পরীক্ষা না দেয়ার প্রস্তাবনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সিদ্ধান্ত চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব না হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পিইসি পরীক্ষা নেয়ার বিকল্প চিন্তা ভাবনাও রয়েছে এই প্রস্তাবনায়। পরীক্ষা না হলে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীর মেধা বৃত্তি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে স্কুল খুললে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ক্লাস পরীক্ষা চলবে এ বিষয়েও পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

Exit mobile version