রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলায় দুদকের জিজ্ঞাসাবাদে তিন দিনের মধ্যে দুই দিনই গেল কালক্ষেপণে। কখনো অসুস্থতার নাটক আবার কখনো আদালত ঘুরে ঘুরে।
পদ্মা ব্যাংকের দুই কোটি ৭২ লাখ টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় রিজেন্টের মালিক সাহেদ করিমকে বুধবার সকালে নিয়ে আসা হয় দুদক কার্যালয়ে। সাত দিনের রিমান্ডে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। কিন্তু সকাল ১১ টার পর সাহেদ করিমকে নিয়ে যাওয়া হয় আদালতে। এ সময় তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আদালতে পেশ করা হয়।
অস্ত্র মামলায় অভিযোগ আমলে নেয়ার আবেদন করে সাহেদ করিমকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানিতে সাহেদ জামিন আবেদন করলে তা না মঞ্জুর করেন আদালত।
দুপুর ১ টায় রিজেন্ট এর মালিক সাহেদ করিমকে আবারো নিয়ে যাওয়া হয় দুদকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ!
বারবার নানা বাহানায় কালক্ষেপণে জিজ্ঞাসাবাদের সময় বাড়াতে দুদক আবেদন করতে পারে কিনা তা নিয়ে ছিল প্রশ্ন।
সাহেদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, প্রতারণা, অস্ত্রমামলা সহ দেড়শতাধিক অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে।
আরো খবরঃ কর্মস্থলে ফিরতে বিমানের টিকিট পাচ্ছেন না প্রবাসীরা ; সিন্ডিকেটের অভিযোগ