মৌলভীবাজার প্রতিনিধি: শাহরিয়ার খাঁন শাকিব
করোনার থাবায় যখন প্রতিদিনই ঘটছে প্রাণহানি তখন একেবারেই ব্যতিক্রম মৌলভীবাজারের খাসিয়া পুঞ্জিগুলো। সংক্রমন ঠেকাতে নিজেস্ব কৌশল ও ব্যবস্থাপনায় এখন পর্যন্ত পুঞ্জির কেউ আক্রান্তই হয়নি।
মহামারি মোকাবিলায় খাসিয়াদের কর্মপরিকল্পনাকে অনুসরণীয় বলেছেন জেলা প্রশাসক।চাইলেই প্রবেশ করা যাবে না খাসিয়া পুঞ্জিতে আবার বের হতে ও লাগবে পুঞ্জি প্রধানের অনুমতি। যারা অতি জরুরি কাজে গমন আগমন করবেন তাদের মানতে হবে কঠোর স্বাস্হ্য-বিধি ।
মহামারি মোকাবেলায় এসব কর্মপরিকল্পনা শুরু থেকেই মেনে চলছেন মৌলভীবাজারের খাসিয়া পল্লীর মানুষ । মিলছে তাক লাগানো ফলাফলও । এখন পর্যন্ত কোভিড ১৯ এ আক্রান্ত হয়নি কেউই । অথচ চারিদিক করোনা রোগীর ছড়াছড়ি।
খাসিয়া পল্লীর মানুষদের সাথে কথা বললে তারা বলেন, বিশেষ কারণে আমরা বাহিরে যাই। আসার পরে আমরা স্বাস্হ্য-বিধি মেনে গোসল করে ।ফেরিওয়ালা কাপড়ওয়ালা আমরা পুঞ্জির ভিতরে আসতে দেই না ,যা প্রয়োজন হয় আমরা নিজে কেনাকাটা করে আমরা চলে আসি।
নির্দেশনা বাস্তবায়নে কড়াকড়িকে অন্যরা বাড়াবাড়ি করলেও মাথা ব্যথা নেই খাসিয়াদের।তারা বলছেন , নিজস্ব কৌশল ও ব্যবস্থাপনা কার্যকর করায় সম্ভব হয়েছে গোষ্টির সবার আন্তরিকতায় ।