Site icon Amra Moulvibazari

রাজনগরে কামারচাক সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রাজনগরে কামারচাক সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশাবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অসহায় মেধা বৃত্তির আয়োজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কামারচাক ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে তারাপাশা পাতাকুড়ি স্কুল মাঠে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধা বৃত্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মনাফের সভাপতিত্বে ও আব্দুল ওয়াহিদ এবং সুজন আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কামারচাক ইউনিয়নের নাজমুল হক সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাপাশা বাজার সমিতির সভাপতি শেখ বশারত আলী, সেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মোঃ আব্দুর রব, দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ, তারাপাশা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুর রহিম খাঁন, মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের পরিচালক মোর্শেদ চৌধুরী, ডিবেটিং ক্লাব মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক টিপু, ৭নং কামারচাক ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক কনাই খাঁন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ছায়াদ আহমদ প্রমুখ।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কামারচাক প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মীর সালেহ উদ্দিন, তারাপাশা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বজ্র বিহারী ধর, কামারচাক ইউনিয়ন সমাজ কল্যান পরিষদের সভাপতি তাজ উদ্দীন আহমদ প্রমুখ।

উল্লেখ্য, মেধাবৃত্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের এম.পি নেছার আহমদ ও রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাশিম উপস্থিত থাকার কথা থাকলে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের মৃত্যু হওয়ায় তারা উপস্থিত হতে পারেন নি।

Exit mobile version