Site icon Amra Moulvibazari

বিয়ে বাড়িতে গিয়ে নিখোঁজের ২ দিন পর জঙ্গল থেকে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিয়ে বাড়িতে গিয়ে নিখোঁজের ২ দিন পর জঙ্গল থেকে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


বরগুনা প্রতিনিধি : 

বরগুনায় নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে মাদরাসা পড়ুয়া সপ্তম শ্রেণির এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বরগুনা সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোটবাড়িয়া দরবার ব্রিজ এলাকার স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদারের মেয়ে। 

স্বজন ও স্থানীয়রা জানান, ২ মে রাতে প্রতিবেশীর বিয়ে বাড়িতে গেলে সেখান থেকে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজি করে আর পাওয়া যাচ্ছিল না তাকে। পরেরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় বাড়ির পাশে জঙ্গলে পথ ধরে এক পথচারী হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধ পেলে কাছে গিয়ে দেখে মরদেহে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

কিশোরীর বাবা শাহজাহান হাওলাদের অভিযোগ, প্রতিবেশী আল আমিন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। মরদেহ পাওয়ার পরপরই গা ঢাকা দিয়েছে আল-আমিন।

/এনএএস



Exit mobile version