Site icon Amra Moulvibazari

হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৬ নির্মাণ শ্রমিক আহত

হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৬ নির্মাণ শ্রমিক আহত


সাভারের আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভেতরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ছাদ ধসে পড়ে অন্তত ১৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে আশুলিয়ার গনকবাড়ি এলাকার বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভিতরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ভবনটির ছাদ ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বিকেলে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই হঠাৎ ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এসআই/



Exit mobile version