Site icon Amra Moulvibazari

অসুস্থতা অনুভব করায় সাহেদকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে

অসুস্থতা অনুভব করায় সাহেদকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে

অসুস্থতা অনুভব করায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শারীরিক পরীক্ষার জন্য নেয়া হয়েছে।

চিকিৎসকরা সুস্থ বললে তাকে দুদকে দ্বিতীয় দিনের রিমান্ডে আনা হবে। গতকাল সকালে সাবেক ফার্মার্স ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদ করতে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়।

দুদকের উপপরিচালক আবু বক্কর সিদ্দিকির নেতৃত্বে একটি দল প্রথম দিনে প্রায় ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করে তাকে। সাহেদকে আরো ছয়দিন জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ২৭ জুলাই সাহেদ সহ ৪ জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলা করে দুদক। এর আগে করোনা ভাইরাসের ভুয়া সার্টিফিকেট প্রদান ও লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনার জন্য সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। অভিযান চালিয়ে সিলগালা করা হয় রিজেন্ট হাসপাতাল।

এছাড়া ১৩টির মতো ভুয়া প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ।


আরো খবরঃ হঠাৎ বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version