Site icon Amra Moulvibazari

ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুর পড়ে ৮ জন নিহত

ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুর পড়ে ৮ জন নিহত

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের ৪ জনসহ ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু ও চারজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরোও ৪ জন।

পুলিশ জানায়, ১৪ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর যাচ্ছিল । ফুলপুর-শেরপুরে সড়কে ভাসাটি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়।

এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ৮ জনের মৃতদেহ উদ্ধার করেন। আহত ৪ জনকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

Exit mobile version