Site icon Amra Moulvibazari

আগুন সন্ত্রাসে জড়িত বিএনপি নেতাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি তথ্যমন্ত্রীর

আগুন সন্ত্রাসে জড়িত বিএনপি নেতাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি তথ্যমন্ত্রীর


আগুন সন্ত্রাসে জড়িত বিএনপি নেতাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে প্রতীকী অনশনে এ দাবি জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও রাজনীতির নামে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়নি। তবে ১৩-১৪ সালে বিএনপি জামায়াত জীবন্ত মানুষকে আগুন দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, তারেক রহমান ও মির্জা ফখরুলের নির্দেশে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তাই এসব ঘটনায় দায়েরকৃত মামলার দ্রুত বিচার না করলে আবারও এ ধরনের ঘটনা ঘটতে পারে।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ সময় তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বিদেশি রাষ্ট্রদূতসহ অনেকে এখন মানবাধিকারের কথা বলছে। কিন্তু আগুন সন্ত্রাসের শিকার মানুষের অধিকার নিয়ে তারা কথা বলে না বলেও জানান তিনি।

ইউএইচ/



Exit mobile version