সুনামগঞ্জে রড ছাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম। এখন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তিনি।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জেলা শহরের লালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আমিনুল ইসলাম জানান, সম্প্রতি রড ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলাম। প্রতিবেদন প্রকাশের পর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। আজ ওই রিপোর্টের তথ্য-প্রমাণাদিসহ লালপুরে আমাকে উপস্থিত থাকার আহ্বান জানায় তদন্ত কমিটি। ডাকা হয় অনিয়মে জড়িত সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকেও।
আহত সাংবাদিক আমিনুলের দাবি, সেখানে আমাকে দেখেই আমার ওপর চড়াও হয় চপল। এক পর্যায়ে তার সমর্থকরাও হামলা চালায়।
/এসএইচ