Site icon Amra Moulvibazari

‘সুষ্ঠু ভোটে ২০ আসনের বেশি পাবে না জেনে গণঅধিকারের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার’

‘সুষ্ঠু ভোটে ২০ আসনের বেশি পাবে না জেনে গণঅধিকারের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার’


সুষ্ঠু নির্বাচনে ২০ আসনের বেশি পাবে না জেনেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার; এমন দাবি করেছেন দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আরও বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বিচারে সবখানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

একইসঙ্গে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান গণঅধিকার পরিষদের আহ্বায়ক। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা দেন রেজা কিবরিয়া। জানিয়েছেন, সরকারের হামলা-মামলা আর দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ১ মার্চ কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করা হবে।

/এমএন



Exit mobile version