Site icon Amra Moulvibazari

কলকাতার বিপক্ষে ৪ বলে ৩ উইকেট নিলেন মোস্তাফিজ

কলকাতার বিপক্ষে ৪ বলে ৩ উইকেট নিলেন মোস্তাফিজ


ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৪১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র চার বলের মধ্যেই তিন উইকেট শিকার করেছেন দিল্লি ক্যাপিটালসের পেসার মোস্তাফিজুর রহমান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন দিল্লির অধিনায়ক রিশাভ পন্থ। ইনিংসের প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন পন্থ। অধিনায়কের বিশ্বাসের মর্যাদা রেখে প্রথম ওভারে মাত্র ২ রান দেন দ্য ফিজ। পাওয়ার প্লের শেষ ওভারে আবারও বোলিংয়ে আসেন বাংলাদেশি এ পেসার। এই ওভারে দেন মাত্র ৫ রান।

১৭তম ওভারে ললিত যাদব কলকাতার ব্যাটার নীতিশ রানার কাছে বেদম মার খাওয়ার পর আবারও বল দেয়া হয় মোস্তাফিজের হাতে। তবে এই ওভারে দুই বাউন্ডারিতে দশ রান দিয়ে বসেন কাটার মাস্টার।

তবে মোস্তাফিজের আসল রূপ দেখা যায় ইনিংসের শেষ ওভারে। এই ওভারের প্রথম বলে নীতিশ রান ১ রান নিলেও দ্বিতীয় বলেই রিঙ্কু শিংকে রোভম্যান পাওয়েলের ক্যাচ বানান দ্য ফিজ। তৃতীয় বলে নতুন ব্যাট করতে নামা উমেশ যাদব লেগ বাইয়ে ১ রান নিলেও চতুর্থ বলে নীতিশ রানাকে ফেরান এই পেসার। আর পঞ্চম বলে টিম সাউদিকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান।

শেষ পর্যন্ত কলকাতার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৪৬ রান। মোস্তাফিজের বোলিং ফিগার ৪-০-১৮-৩।

জেডআই/



Exit mobile version