Site icon Amra Moulvibazari

নিখোঁজের একদিন পর টয়লেটের স্লাবের ভিতর মিললো শিশুর মরদেহ

নিখোঁজের একদিন পর টয়লেটের স্লাবের ভিতর মিললো শিশুর মরদেহ


নিহত শিশু আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের একদিন পর টয়লেটের স্লাবের নীচ থেকে আব্দুল্লাহ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর নন্দিরভিটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আট মাস বয়সী শিশু আব্দুল্লাহ ওই গ্রামের ব্যাটারিচালিত ইজিবাইক চালক মাহবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, সোমবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে শিশু আব্দুল্লাহকে ঘরে ঘুমিয়ে রেখে প্রতিবেশী এক বাড়িতে যায় তার মা। কাজ শেষে বাড়িতে এসে বিছানায় ছেলেকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে পরদিন সকালে বাড়ির পাশের একটি টয়লেটের স্লাবের ভিতর শিশুটির মরদেহ দেখকে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শিশু আব্দুল্লাহর চাচাতো ভাই মুন্না মিয়া বলেন, রাতে বাড়ির আশেপাশে খুঁজতে থাকি। না পেয়ে নিরুপায় হয়ে সকালে স্থানীয় এক তান্ত্রিক ফকিরের কাছে যাই। সেও বাড়ির আশেপাশে খুঁজতে বলেন। পরে টয়লেটের স্লাবের নীচ থেকে আব্দুল্লাহর মরদেহ মেলে। তার ধারণা, শিশু আব্দুল্লাহকে কিডন্যাপ করা হয়েছিল। কিডন্যাপাররা রাতের তাকে নিয়ে যেতে না পেরে, টয়লেটের ভীতর রেখে যায়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এএআর/



Exit mobile version