ক্রোয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক আরোহী। রোববার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে ঘটা ঐ দুর্ঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিপদমুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে তাদের।
এনিয়ে উদ্ধারকর্মীরা জানান, গত কয়েকদিনের তুষারপাত আর ভারী বৃষ্টিপাতে পিচ্ছিল ছিল মহাসড়ক। সে কারণেই গাড়ির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি চালক। ডিভাইডার ভেঙে গাড়িটি গড়িয়ে পড়ে রাস্তার পাশে। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।
ট্র্যাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ক্রোয়েশিয়ার সাথে সংযুক্ত আড্রিয়াটিক সাগরে নৌযান চলাচল বন্ধ। বেশ কয়েকদিন ধরেই আবহাওয়া পরিবর্তনের কারণে বৃষ্টিপাত ও তুষার ঝড় হচ্ছে দেশটিতে। আর এই বৈরী আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এসজেড/