Site icon Amra Moulvibazari

জেএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ জানানো হবে পরীক্ষার দুসপ্তাহ আগে

জেএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ জানানো হবে পরীক্ষার দুসপ্তাহ আগে

এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে ২৫ আগস্টের পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হলেই দু সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে।

পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনাও চলছে। এদিকে, দেশের কওমি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড।

চলতি বছরের পহেলা এপ্রিল থেকে সারা দেশে অনুষ্ঠিত হয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নেয়ার কথা প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর। এদিকে আগামী পহেলা নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা। যেখানে প্রায় ২৭ লাখ শিক্ষার্থী অংশ নেবেন।

কিন্তু করোনা মহামারিতে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে সব পরীক্ষার সময়সূচি। সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, দুসপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৫ এ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে দেশের কওমি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম খুলে দেয়ার আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড। দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে দেখা করে বোর্দের সহ সভাপতি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে মন্ত্রী পরিষদ সচিব।

এরই মধ্যে দেশের আলিয়া মাদ্রাসা গুলোতে পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।


আরো পড়ুনঃ ‘No final decision over JSC, HSC examinations yet’

৫০ লাখ টাকা না দেয়ায় ক্রসফায়ারে দিলো কক্সবাজারের আরেক ওসি

Exit mobile version