Site icon Amra Moulvibazari

কলকাতাকে ৪ উইকেটে হারালো মোস্তাফিজের দিল্লি

কলকাতাকে ৪ উইকেটে হারালো মোস্তাফিজের দিল্লি


ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ৪১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। কলকাতার দেয়া ১৪৭ রানের লক্ষ্যে ১ ওভার বাকি থাকতেই পৌঁছে যায় দিল্লি।

কলকাতার বিপক্ষে ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় শূন্য রানের মাথায়ই ফিরে যান পৃথিবী শ’। ১৭ রানের মাথায় ফিরে যান ওয়ান ডাউনে নামা মিচেল মার্শও। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও ললিত যাদব।

তবে ৮২ রানে ওয়ার্নার এবং ৮৪ রানে ললিত যাদব ও রিশাভ পন্থ আউট হয়ে গেলে চাপে পড়ে যায় দিল্লি। এরপর দলীয় ১১৩ রানের মাথায় ১৭ বলে ২৪ রানের কার্যকরী ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে আউট হন অক্ষর প্যাটেল। তবে এ সময় আরেক প্রান্তে থাকা রোভম্যান পাওয়েল ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ১৬ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে, টস জিতে ১৪৬ রান করে কলকাতা। দলের পক্ষে ৩৪ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন নীতিশ রানা। ৩৭ বলে ৪২ রান করেন অধিনায়ক শ্রেয়াশ আয়ার। দিল্লির হয়ে ১৪ রানে ৪ উইকেট নেন কলকাতার সাবেক বোলার কুলদীপ যাদব। এছাড়া ১৮ রানে ৩ উইকেট নেনে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।

জেডআই/



Exit mobile version