Site icon Amra Moulvibazari

পাঁচ বছর বয়সে বই লিখে বিশ্ব রেকর্ড গড়লেন বেলা

পাঁচ বছর বয়সে বই লিখে বিশ্ব রেকর্ড গড়লেন বেলা


ছবি: সংগৃহীত

মাত্র পাঁচ বছর বয়সে বই লিখে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রিটিশ শিশু বেলা জে ডার্ক। শিশুটি ইতিমধ্যে নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এতো অল্প বয়সে বই লিখে এই রেকর্ড করেছে বেলা। বেলার বইটি যখন প্রকাশিত হয়, তখন তার বয়স ৫ বছর ২১১ দিন। তার লেখা বইটির নাম দ্য লস্ট ক্যাট।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বেলার লেখা বইটি প্রকাশ করেছে জিনজার ফায়ার প্রেস। তার এ বই লিখনিতে সহযোগিতা করেছে তার মা চেলসি সাইমের।

বেলার যখনই কোনো কিছু লিখতে ভালো না লাগে তখনই সে বই পড়া, খেলাধুলা করা এবং সাঁতার কেটে সময় পার করে। একটি বই লিখেই ক্ষান্ত দেয়নি বেলা। নতুন আরও একটি বই প্রকাশের জন্য কাজ করছেন এই ৫ বছরের শিশুটি।

উল্লেখ্য, সবচেয়ে কম বয়সী ছেলেশিশু ক্যাটাগরিতে এই রেকর্ড শ্রীলঙ্কার থানুওয়ানা সেরাসিংহের। ৪ বছর ৩৫৬ দিন বয়সে বই প্রকাশ হয়েছে তার। ২০১৭ সালে তার লেখা জাংক ফুড বইটি প্রকাশিত হয়।

/এনএএস



Exit mobile version